মতলব উত্তর সংবাদদাতাঃ চাঁদপুরের মতলব উত্তরে জোড় করে জায়গা দখল, বাধা দেওয়ায় মারধর ও প্রাননাশের হুমকির অভিযোগ দেয়া হয়েছে মতলব উত্তর থানা পুলিশকে। পুলিশ জানায় এঘটনাটি ঘটেছে উপজেলার ছেংগারচর পৌরসভার জোড়খালী গ্রামে। ঐ গ্রামের উজ্জ্বল ভূঁইয়ার স্ত্রী ভুক্তভোগী রুজিনা আক্তার বাদী হয়ে মতলব উত্তর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর সোমবার দুপুরে জায়গাজমির রেশধরে একই বাড়ির সিরাজ ভূইয়ার ছেলে বিবাধী জসিম ভূইয়া গাল-মন্দ করে। প্রতিবাদ করায় মৃত্যু ইমান আলী ভূইয়ার ছেলে সিরাজ ভূইয়া, স্ত্রী জোসনা বেগম,সিরাজ ভূইয়ার ছেলে জসিম উদ্দিন ভূইয়া, তার স্ত্রী সালেহা বেগম, সিরাজ ভূইয়ার ছেলে ও মহিন ভূইয়া, নাছির ভূইয়ার স্ত্রী লিমা বেগম ও জসিম ভূইয়ার সালক তুহিন সহ আরো বেশ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দা, ছেনী নিয়ে রুজিনা আক্তারকে এলোপাতাড়ি মারধর করে। এতে শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম করে।
এসময় রুজিনা ডাক চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসলে বিবাদীরা পালিয়ে যায়। এ সময় বাদীর গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। আমার চিৎকার শুনে স্বামী সন্তান এগিয়ে এলে তাদেরকেও মারধর করে এবং প্রাননাশের হুমকি দেয়। তাছাড়া সাক-সবজির গাছ ও কাঠ গাছ কেটে আনুমানিক ১লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বললে তারা জানান, ‘আমরা জীবনের নিরাপত্তায়হীনতায় ভূগছি। এই ঘটনার সুস্ঠ বিচারের দাবি জানাই। তারা আরো জানান, উদ্দিন ভূইয়া একজন জুয়ারি ও অসামাজিক লোক। জুয়ারী হিসেবে সে জেল খেটেছে ও তার বিরুদ্ধে থানায় একাদিক মামলা রেয়েছে।
এলাকাবাসী জানান, এই ঘটনা দীর্ঘদিন যাবত চলে আসছে। কয়েকবার সমঝোতার চেষ্টা করলেও কোন সমাধান হয়নি।
এ বিষয়ে গণমাধ্যমকর্মীরা অভিযুক্ত জসিম উদ্দিন ও তার পরিবারের সাথে একাধিকবার যোগাযোগ করলেও তারা কথা বলতে নারাজ।
এদিকে এ ঘটনা প্রসঙ্গে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ শাহ-জাহান কামালের সাথে কথা বললে তিনি জানান, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।