... বিস্তারিত
মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পুলিশের হাতে ৩ ডাকাত গ্রেফতার
মমিনুল ইসলামঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন ও বাগান বাড়ি ইউনিয়নের মাঝা মাঝি বেড়ীবাঁধ সড়কের উপর কলা গাছ ফেলে যাত্রী বাহী প্রাইভেট কারে ডাকাতি করে। এসময় মতলব উত্তর থানা পুলিশ বেড়ী বাঁধে টহলরত ছিল। ডাকাতি সংগঠিত হবার সময় পুলিশ ডাকাতদের ব্যারীকেড দিলে ডাকাত দল পালানোর চেষ্টা করলে পুলিশ ৫ রাউন্ড গুলি ছুড়ে। তারপর ডাকাত দল লাফিয়ে পানিতে পরে যায়।এলাকা বাসির সহযোগিতায় ৩ ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের সাথে একটি সার্টারগান, ২ রাউন্ড গুলি,সহ দেশীয় অস্ত্র রামদা, ছুরি ডাকাতদের কাছ থেকে জব্দ করে। ৩ ডাকাত প্রথমে পুলিশের দাওয়া খেয়ে পালিয়ে যেতে চাইলে এলাকা বাসীর পিটুনিতে দুই জন আহত হয়। ডাকাতরা হলো সুভ (২৬) পিং মোকলেছ, গ্রাম মুক্তারপুর বাগ বাড়ি, থানা ও উপজেলা মুন্সী গঞ্জ। অপর দুজন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা ধীন আছেন, তারা হলেন মোস্তফা (৩২) পিং তোফাজ্জল হোসেন, গ্রাম দশানী সরকার বাড়ি, মতলব উত্তর, সফিকুল ইসলাম (৩৮) আলম মিয়া, গ্রাম সোনার গঞ্জ মাদবদী, থানা সোনার গঞ্জ, জেলা নারায়নগঞ্জ। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার ২৪ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩.৩০ মিনিটের সময় মতলব উত্তর উপজেলার বাজার দূর্গাপুর ও দক্ষিণ গালিমখাঁ বেড়ীবাঁধের উপর। মতলব উত্তর থানা পুলিশ দল বিষেশ অভিযান চালানোর সময় ডাকাতদের কে আটক করে। এ
মতলত উত্তর থানার ওসি নাসিরউদ্দিন মৃধা বলেন আমাদের টহলরত পুলিশ এসআই মনির হোসেন, এসআই কাইয়ূম ও আবুল খায়ের টহলরত অবস্হায় থাকে, ঐ সময় ডাকাত দল একটি প্রাইভেট কারে ডাকাতি করার চেষ্টা করছিল,ডাকাত দল টহল পুলিশের টের পেয়ে পালিয়ে যেতে চেষ্টা করলে পলিশ ৫ রাউন্ড গুলি ছুড়ে। এ ঘটনা শুনে ওসি নাসিরউদ্দিন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাজান কামাল, সেকেন্ড অফিসার মহিউদ্দিন, এসআই নাহিদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্হলে গিয়ে এলাকা বাসির সহযোগিতায় ৩ জন ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসি। তাদের কাছ থেকে আর ও তথ্য উপাথ্য বের করে আগামী কাল ডাকাতদের কোর্টে প্রেরন করব। আমরা থানা পুলিশ বসে থাকব না, অভিযান আর ও জোরদার করব এবং চিরুনী অভিযান চালিয়ে এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখব, এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।
