মমিনুল ইসলাম: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিলের উদ্যােগে ৬শ গরিব অসহায় দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সকালে দূর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বীরমুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক ৷
সমাজসেবক মোঃ শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিল, আরও বক্তব্য রাখেন,মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল,দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন খাঁন ওপেল ৷
কম্বল বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিল বলেন, উপজেলার একটি মানুষও যেনো এই শীতে কষ্ট না পায় সে জন্য এ কম্বল বিতরণ করা হচ্ছে। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে আশেপাশের দরিদ্র শীতার্ত মানুষের জন্য কিছু করতে পারে তাহলে বাংলাদেশের কোনো মানুষ শীতের কারণে কষ্টে থাকবে না। তাই সমাজের অসহায় মানুষের পাশে বৃত্তবান্দের এগিয়ে আসা উচিত৷