মমিনুল ইসলাম: চাঁদপুর-২ আসনে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের প্রামাণ্যচিত্র প্রদর্শনী করার উদ্যোগ গ্রহণ করেছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বুধবার (১৪ জুন) বিকালে মতলব উত্তরের সুজাতপুর বাজারে মাইক্রোষ্ট্যান্ডে উক্ত কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উক্ত কার্যক্রমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রা, পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়ন, মেট্রোরেল বাস্তবায়ন, মডেল মসজিদ নির্মাণ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র জয়, শান্তি চুক্তি, সামাজিক বেষ্টনী ভাতা সমূহ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সহ সকল উন্নয়ন তথ্যের ভিডিও চিত্র তুলে ধরা হয়েছে। এসব ভিডিও চিত্র দেখে বেশ আনন্দিত হয়েছেন দর্শনার্থী ও সাধারণ জনগণ। এরআগেও এমএ কুদ্দুস সরকারের উন্নয়ন তথ্য সম্বলিত লিফলেট পৌঁছে দিয়েছেন জনগণের কাছে হাতে হাতে।
প্রামাণ্যচিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করছে তা জনগণকে জানাতে হবে এবং দেখাতে হবে। তাই এই প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্যোগ গ্রহণ করেছি। যাতে করে চাঁদপুর-২ আসনের সর্বস্তরের জনগণ সরকারের উন্নয়ন সম্পর্কে অবগত হতে পারেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আমরা পৌছে যাচ্ছি উন্নত দেশের শিখরে। ডিজিটাল দেশ থেকে হতে যাচ্ছে স্মার্ট বাংলাদেশ। আমরা পেয়েছি পদ্মাসেতু।
পেয়েছি মেট্রোরেল, পেয়েছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ মেঘা প্রকল্প। যা বিগত কোন সরকার বা দল করতে পারে নি। শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসব প্রকল্প বাস্তবায়ন করতে পেরেছেন। তাই আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধানের সভাপতিত্বে ও ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান,
ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, ফতেপুর পুর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান। অনুষ্ঠানে হাজার হাজার মানুষ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ভিডিও চিত্র উপভোগ করেন।