সুমন আহমেদ : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে প্রবাসী স্বপ্ন সেবা সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১০০ হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২১ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার গজরা ইউনিয়নের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ১০০ হতদরিদ্র, গরীব, দুঃখী, অসহায়, সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম.এম সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রবাসী স্বপ্ন সেবা সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ মিনহাজ, প্রচার সম্পাদক মোঃ পলাশ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক প্রবাসী ওয়াসিম এর স্ত্রী রিপা আক্তার,সদস্য ডাঃ মোঃ সুমন মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, প্রবাসী স্বপ্ন সেবা সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, সদস্য আক্তার হোসেন, মোঃ মুনসুর প্রধান, তাজুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।