... বিস্তারিত
মতলব উত্তরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা
মমিনুল ইসলাম : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ জানুয়ারী) সকালে ছেংগারচর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আলোচনা সভায় ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রতন ফরাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহাম্মেদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিয়া মোঃ জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম হাওলাদার, যুগ্ম আহবায়ক সরকার মোঃ আলাউদ্দিন, সদস্য ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, সদস্য কাজী মিজানুর রহমান, সদস্য শহিদুল্লাহ মাস্টার, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম শরিফ উল্লাহ সরকার, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ দর্জি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণত সম্পাদক, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মী।