মমিনুল ইসলাম: অসতর্কতার কারনে চাঁদপুরের মতলব উত্তরে বিদ্যুৎপৃষ্টে দুই সহোদরের মৃত্যু হয়েছে।
২৬ আগষ্ট সোমবার রাত ৮টায় ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়া গ্রামে এই মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন রনি।
জানা যায়, নিজেদের বসতঘরেই সহোদর রাজিব (২৬) ও রুবেল (২৩) নিজ বসতঘরে বিদ্যুৎপৃষ্টে নিহত হয়। নিহত রাজিব ও রুবেল ছোট হলদিয়া গ্রামের চাঁন মিয়া মেস্তরীর ছেলে।
ফরাজীকান্দি ইউপি সদস্য আবদুল হালিম সরকার বলেন, নিজ বাড়িতে রাজিব ও রুবেল ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন। কয়েকদিন আগে বাড়ির কাজের জন্য বাড়িতে এসেছিল। বাড়ির বিল্ডিংয়ের কেচি গেটে বিদ্যুতের তারের জয়েন্ট ছিলো। বাসা থেকে বের হতে গিয়ে অসাবধনতার কারনে বিদ্যুতের শটে লেগে তারা মৃত্যুবরণ করেছেন।
এ বিষয়ে চাঁদপুের মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, খবর পেয়েছি ওখানে দুজন বিদ্যুৎপৃষ্টে মারা গেছে।