সুমন আহমেদ : চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোহনপুরে ক্রয়কৃত সম্পত্তিতে ‘মোহনপুর আল হেরা মহিলা মাদরাসা’ স্থাপিত হয়। উক্ত জমি দখল করার উদ্দেশ্যে গত মঙ্গলবার (১৮ জানুয়ারী) রাতে জমিনে থাকা সাইনবোর্ড উপরে ফেলেছে স্থানীয় দখলবাজ সেকুল মিজি। সে ফতুয়াকান্দি গ্রামের আমির মিজির ছেলে।
স্থানীয়রা জানান, ৬৮ নং মোহনপুর মৌজা হাল-৮২, সিএস ৯৬০ নং, এসএ ১১০১ নং হাল বুজারত ৪১০১/৪১০২নং চূড়ান্ত বিএস ১৫৬ সাবেক দাগ ১৩৩৫ হাল দাগ ৬২৭০ সর্বমোট ৮.৫০ শতাংশ জমিতে ‘মোহনপুর আল হেরা মহিলা মাদরাসা’ নামক একটি ধর্মীয় প্রতিষ্ঠান করার জন্য উদ্যোগ নিয়ে থাকি এবং সেই জায়গায় একটি মাদরাসা নামকরণ করে একটি সাইনবোর্ড টানিয়ে দেই। এর পর থেকে সম্পত্তির জায়গাটি বেদখল করার জন্য বিভিন্ন ধরনের অপচেষ্টা ও পাঁয়তারা করে আসছে সেকুল মিজি।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ১৮ জানুয়ারী গভীর রাতে বর্ণিত সম্পত্তিতে এসে নির্মিত সাইনবোর্ড চাকু দিয়ে এলোপাতাড়ী পোচ মেরে নষ্ট করে দেয়। এবং সম্পত্তির সীমানার সিমেন্টের পিলার ভাংচুর করে ফেলে দেয়। বিভিন্ন লোক মারফতে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। উক্ত সম্পত্তিতে আমরা মাদরাসার নির্মাণের কোন ধরনের কাজ করার চেষ্ঠা করলে বড় ধরনের ক্ষতি করবে বলে জানান।
এলাকাবাসী আরো জানান, সেকুল মিজি একজন দখলবাজ ও মামলাবাজ। এলাকার অনেক নিরীহ পরিবারের সম্পত্তি গ্রাস করতে মামলা দিয়ে হয়রানি করাই তার কাজ। এলাকার কেউ ভয়ে তার সাথে কথা বলতে চয়না। ওয়ারিশদের সম্পত্তি বঞ্চিত করতে বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে সেকুল মিজি।
এ বিষয়ে তাৎক্ষণিক সেকুল মিজির সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।