... বিস্তারিত
মতলব উত্তরে মিজানুর রহমানের শ্রদ্ধা
মমিনুল ইসলাম : চাঁদপুুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কেন্দ্রীয় আওয়ামী প্রচার লীগের প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট শিল্পপতি কাজী মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য গবেষণা উপকমিটির সদস্য আহসান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, মোহনপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল তফাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কাজী মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন, যুবলীগ নেতা কাজী মতিউর রহমান মতিন সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, তাতী লীগ, শ্রমিক লীগ সহ সহযোগী সংগঠনের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।