... বিস্তারিত
মতলব উত্তরে মেঘনায় যাত্রীবাহী লঞ্চ এমভি হৃদয় ডাকাতির কবলে
বেলতলী ফাঁড়ি ইনচার্জ মো. আবু তাহের ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোহম্মদ হোসেন সরকার জানান, প্রায় ৫০ যাত্রী নিয়ে বিকেল সোয়া ৫টার দিকে নারায়ণগঞ্জ থেকে মতলব উত্তরের কালিপুর যাচ্ছিল এমভি হৃদয় নামের যাত্রীবাহী লঞ্চ। রাত সোয়া ৬টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া ঘাটে যাত্রী নামিয়ে আবার মতলব উত্তরের দিকে যাত্রা শুরু করে লঞ্চটি। রাত সাড়ে ৬টার দিকে গজারিয়া উপজেলার পুলানীরচর এলাকায় পৌঁছালে আট-দশজনের ডাকাত দল স্পিডবোটে করে এসে লঞ্চের যাত্রীদের জিম্মি করে।
পরে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে প্রায় ২০টি মোবাইল ফোন, নগদ টাকা ও মাল লুট করে নিয়ে যায় ডাকাতেরা। খবর পেয়ে স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যায় নৌ পুলিশ। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
লঞ্চের যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্পিডবোটে এসে ডাকাতেরা লঞ্চে ওঠে। যাত্রীদের মোবাইল ফোন, টাকা, নারীদের স্বর্ণালংকার ও বিভিন্ন মাল লুট করে নিয়ে গেছে তারা। আধা ঘণ্টার বেশি সময় ধরে ডাকাতি হয়।