মমিনুল ইসলামঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এঁর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এরপূর্বে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।
শুক্রবার সকালে মতলব উত্তর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. হেদায়েত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নুর নবী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা আকতার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মো. রেফায়েত উল্লাহ দর্জী, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের গ্রন্থনা বিষয়ক উপ-সম্পাদক নুরুজ্জামান খান, যুবলীগ নেতা শাহিন আলম, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শান্ত, সাংবাদিক সফিকুল ইসলাম রানা ও তাইজুল ইসলাম সাগর প্রমুখ।