সুমন আহমেদ : মতলব উত্তরে চরপাথালিয়া নুরুল হুদা উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য শোভা যাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসব পালিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মতলব উত্তরের আশ্রমে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানী রথযাত্রা মহাৎসের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯নং কমিশনার আকাশ কুমার ভৌমিক, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানী রথযাত্রা মহাৎসের সহ-সভাপতি জীবন চন্দ্র, চরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কৃষ্ণ পাল, ইউপি সদস্য ইকবাল হোসেন প্রমুখ।
পরে সেখান থেকে বর্ণাঢ্য সাজে বিশাল রথে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক গুরে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।