সুমন আহমেদ : চাঁদপুরের মতলব উত্তরে সম্পত্তির লোভে মাকে শাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে (২ই জুলাই) উপজেলার ছেংগারচর পৌরসভার নিজ ছেংগারচর গ্রামের মৃত আব্দুল খালেক ভূইয়ার স্ত্রী শাহনাজ বেগমের সাথে।
এ বিষয়ে ভুক্তভোগী শাহনাজ বেগম বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহনাজ বেগমের একমাত্র সন্তান হাছিনা বেগম তার মায়ের সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য বার বার বলে। মা সম্পত্তি লিখে না দেওয়ায় কারনে গত (২ই জুলাই) রাত ১২ টার সময় মেয়ে হাছিনা (৩৫) ও তার স্বামী মোঃ খোকা মিয়া (৪০) দুজনে মিলে শাহনাজকে হত্যার চেষ্টা করে।
এ বিষয়ে শাহনাজ বেগম বলেন, আমার একমাত্র সন্তান হাছিনা আক্তার। ময়মনসিংহ এলাকার মৃত আব্দুস ছামাদের ছেলো মো. খোকা মিয়ার সাথে বিয়ে হয়। তারা আমার বাড়ীতেই থাকে। আমার স্বামী ২ মাস আগে মারা যায়। তারপর থেকেই আমার জায়গা জোরপূর্বক তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে।
তাতে আমি রাজি না হওয়ায় তারা আমাকে রাতে ঘুমের মধ্যে বালিশ চাপা দিয়ে শাসরুদ্ধ করে, লাঠি সোটা দিয়ে এলোপাথারী পিটিয়ে আমার উভয় হাত, পা, পিঠ ও কোমড়সহ বিভিন্ন স্থানে জখম করে। মেয়ের জামাই মো. খোকা মিয়া একটি স্বর্ণের চেইন, দুইটি কানের দুল ও নগদ ৬ হাজার টাকা নিয়ে যায়।
তিনি আরো বলেন, তাদের নামে লিখে না দিলে খুন করে জায়গার মালিক হবে বলে হুমকি দেয়। আমি তাদের ভয়ে বাড়ীতে যেতে সাহস পাই না। আমি প্রশাসনের কাছে সুবিচার চাই।
অভিযোগ প্রসঙ্গে প্রতিপক্ষের হাছিনা গং কোন বক্তব্য দেননি।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।