সুমন আহমেদ : মতলব উত্তর প্রেসক্লাবের সদস্য তাইজুল ইসলাম সাগরের জন্মদিন আনুষ্ঠানিকভাবে কেক কাটার মাধ্যমে পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে মতলব উত্তর প্রেসক্লাবের কার্যালয়ে কেক কাটার মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-মতলব উত্তর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম খোকন, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম রানা, সদস্য এশিয়ান টিভির প্রতিনিধি সুমন আহমেদ, সাংবাদিক রাসেল রহমান প্রমুখ।
সহকর্মীদের উদ্যোগে আয়োজিত জন্মদিন পালন প্রসঙ্গে সাংবাদিক তাইজুল ইসলাম সাগর বলেন, আমার শ্রদ্ধেয় মিডিয়ার বড় ভাই, সহকর্মী, সহপাঠী, আত্মীয়-স্বজন ও প্রাণ প্রিয় বন্ধুরা ফেসবুক, মেসেঞ্জার, টেক্সট, হোয়াটসঅ্যাপ, ইমোসহ বিভিন্ন মাধ্যমে যারা আমাকে জন্মদিন পালন’সহ শুভেচ্ছা জানিয়েছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
উল্লেখ্য, সাংবাদিক তাইজুল ইসলাম সাগর ঢাকা থেকে প্রকাশিত স্বাধীন সংবাদ, গণকন্ঠ ও চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর পত্রিকায় সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করছেন।