... বিস্তারিত
মতলব উত্তরে সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ সভা
মমিনুল ইসলামঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মাঠে সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে এম এ কুদ্দুস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। অর্থনৈতিক প্রবৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও খাদ্য উৎপাদনের সাফল্যে বাংলাদেশ বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে কেউ বাঁধা দিলে কঠিন ভাবে প্রতিহত করা হবে।
সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিল্লাহ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, গিয়াস উদ্দিন চৌধুরী, শহিদুল্লা প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুবায়ের আজম পাঠান স্বপন, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান আহাম্মেদ মুন্সি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, সাবেক যুগ্ম আহবায়ক মিরাজ খালিদ, প্রজন্ম লীগের সভাপতি আনিছ পাটোয়ারী, সাদুল্লাপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জসিম বেপারী, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন আহমেদ, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, মহিলা আওয়ামী লীগ নেত্রী মুনমুন আজিজ, ইউনিয়ন যুবলীগ নেতা, টিপু খান, রফিকুল ইসলাম, জিসান আহাম্মেদ, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকার।