মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনায় বখাটে যুবক শাকিলকে প্রধান আসামী করে মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর বাবা।
২২ আগষ্ট বিকেলে মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ করে ওই ছাত্রীর বাবা। সাথে সাথে বখাটে যুবক শাকিলকে প্রধান আসামী করে দুইজনের নাম উল্লেখপূর্বক আরো অজ্ঞাত ২/৩জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। মামলা নং ২২/২২ইং, জিআর-২৫৮, তারিখ- ২২.০৮.২০২২ইং।
এ ঘটনায় রোববার স্কুল মাঠে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করে। গত ১৬ আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে ইভটিজিং করে ও মাথায় আঘাত করে বখাটে। পরদিন প্রধান শিক্ষক বরাবর লিখিত করে ওই স্কুলছাত্রী।
এ ঘটনার সুষ্ঠু বিচারের পক্ষে কথা বলায় ম্যানেজিং কমিটির সদস্য মনির হোসেন খানকে হুমকি ধামকি ও বাড়ি থেকে উঠিয়ে নিয়ে মেরে ফেলবে হুমকি দিয়েছে স্বপন নামের এক ব্যক্তি।
স্কুলছাত্রী জানায়, সানকিভাঙ্গা গ্রামের সুরুজ আলীর ছেলে বখাটে শাকিল তাকে সবসময় উত্যক্ত করে। গত মঙ্গলবার স্কুল ছুটির পরে বাড়ি ফেরার সময় পথরোধ করে বখাটে শাকিল।
এসময় তাকে মোবাইল রিসিভ করে না কেন, এ কথা জিজ্ঞেস করে ছাত্রীর মাথায় স্বজোড়ে আঘাত করে বখাটে শাকিল পালিয়ে যায়।
এ ঘটনায় ওই ছাত্রী ও তার পিতা সহ পরিবারবর্গ দৃষ্টান্তমূলক বিচার চান। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।