স্টাফ রিপোর্টারঃ প্রতি বছরের ন্যায় এবারও মতলব উত্তরে হযরত শাহ সুফি সাধক আসাদ লেংটার ২৩ তম উফাত দিবস উপলক্ষে দুইদিনব্যাপ বাৎসরিক মিলাদ দোয়া ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ই এপ্রিল বৃহস্পতিবার বাদ আসর পর থেকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু কার্যক্রম রাত তারাবির পর ওয়াজ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার সামা মাহফিলের মাধ্যমে শেষ হয় দুই দিনব্যাপী বাৎসরিক ওরস শরীফ।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ওয়াজ ও মিলাদ মাহফিল মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তরিকত ফেডারেশন চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান চিশতী চাঁদপুরী।
এ সময় তিনি বলেন হযরত মুসা নবী সাল্লাল্লাহু সাল্লাম মহান আল্লাহর সাথে সহল বি জবাব করতেন কিন্তু তাকে দেখতে পান না মহান আল্লাহকে বলে আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বলেন হে মূসা তুমি দেখতে পাবে না আমাকে মুসা বলে তারপরও আপনাকে আমি দেখতে চাই। দেখতে যখন চাও তাহলে যাও এবার তুর পাহাড়ে সেখানে আল্লাহর জাতি নূরের ছায়া দিয়েছে আল্লা মুসা নবী বেহুশ হয়ে পড়ে রয়েছে পাহাড় আগুনে জ্বলে চারখার হয়ে গেছে কিন্তু মুসা নবীকে আল্লাহ জ্বলায় না।
এবার আসেন হযরত খয়েজ খিজির আলাইহিস সালাম তিনি অনেক বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি ছিলেন যার তুলনা হয় না হযরত মুসা নবী জ্ঞানে উনার কাছে হেরে গেছেন। তবে হযরত শাহ সুফি সোলেমান লেংটার আশেক ভক্ত ছিলেন হযরত শাহ সুফি সাধক আসাদ লেংটা তিনিও খিজিরের সাধন করেছেন। আজ তার রয়েছে অনেক ভক্তবিন্দু আপনারা নামাজ পরবেন এবং রোজা রেখে বেশি বেশি জিকির মিলাদ মাহফিল করবেন একদিন আপনিও তার মত হয়ে উঠবেন।
আপনারা যানেন মহান আল্লাহর রাসূলের প্রেমিক যারা তারা অলি আউলিয়া তাদের মরণ হয়না তাহারা মরলে লাশ ও মাটিয়ে খায় না। উক্ত দুই দিনের অনুষ্ঠানের আয়োজনও দায়িত্বে পরিচালনায় ছিলেন আসাদ লেংটার ভক্ত মোঃ বাবুল ফকির ।
বিশেষ অতিথি হিসেবে মিলাদ কায়েম করেন বিশ্ব জাকের মঞ্জিলের ভক্ত মাওলানা তাজুল ইসলাম , এ সময় উপস্থিত ছিলেন মাইজভান্ডারের মঈনীয়া ভক্ত ও দৈনিক চাঁদপুর সময় প্রকাশক মোঃ এরশাদ খান, আসাদ লেংটার ভক্ত বীর মুক্তিযোদ্ধা লনি মিয়াজী বীর মুক্তিযোদ্ধা মোঃ লনি মিয়াজী ও মোহাম্মদ শহীদ ফকির, মোহাম্মদ মফিজুর রহমান, মোহাম্মদ বিল্লাল বেপারী,
বীর মুক্তিযোদ্ধা গনিবহর মোহাম্মদ হাসান পাগলা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক
কুমিল্লা তাজু শাহ এর ভক্ত মোহাম্মদ মাসুদ হাওলাদাসহ আসাদ লেংটার ভক্ত দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন তরীকতের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মিলাদ শেষে সবার মাঝে তাবারক বিতরণ করা হয় শুক্রবার সারারাত চলে সামা মাহফিল।