মতলব উত্তর প্রতিনিধিঃ নৌপথে চোরাচালান আদান প্রদানের সহজরুট এখন চাঁদপুরের মতলব উত্তর।যদিও কোস্টগার্ডের তৎপরতায় এবার ৪ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ হলো।
৪ জুলাই মঙ্গলবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দশআনি লঞ্চঘাট সংলগ্নে একটি গোডাউনে তল্লাশী চালিয়ে আনুমানিক ৪ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। যদিও এই চোরাই ডিজেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত এই চোরাই ডিজেল মোহনপুর নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
এসময় মতলব উত্তরের এসিল্যান্ড মোঃ আল ইমরান খান, কোস্টগার্ডের চাঁদপুর ষ্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানসহ অন্যরা উপস্থিত ছিলেন।