মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল এর বদলীর আদেশ হয়েছে।
বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ কর্তৃক স্বাক্ষরিত এক আদেশপত্র থেকে এ তথ্য জানা যায়। আর নতুন ওসি মোঃ মহিউদ্দিন যোগদান করবেন।
জানা গেছে, ওসি মুহাম্মদ শাহজাহান কামালের বান্দরবান বদলীর আদেশ হয়েছিল আগস্ট মাসের শুরুতেই। কিন্তু অজানা কারণে তা বাতিল হয়। তবে এবার তিনি বদলী হয়ে জেলা স্পেশাল ব্রাঞ্চে (ডিসি) ইন্সপেক্টর হিসেবে যোগদানের আদেশ পান।
এদিকে মতলব উত্তর থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন যোগদান করবেন বলেও ওই আদেশে জানানো হয়েছে।