মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০পিছ ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায, গতকাল রবিবার রাতে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. আবু হানিফ, এসআই মোঃ শাহ আলম মিয়া, এএসআই মোজাম্মেল হক এবং সঙ্গীও ফোর্সদের সহায়তায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ফরাজীকান্দি ইউনিয়নের ফরাজীকান্দি গ্রামের রুবেল মোল্লা অটোরিক্সার গ্যারেজ এর সামনের পাকা রাস্তার উপর থেকে উত্তর রামপুর গ্রামের বাতেন মোল্লার ছেলে মো. রোবেল মোল্লা (৩৪), মিরাকান্দি গ্রামের মো. হান্নান বেপারীর ছেলে মো. বশির আহম্মেদ (২৬) এবং শাখারীপাড়া গ্রামের মৃত আবুল হাশেম ছেলে আ. টিপন প্রকাশ টিপু দেওয়ান (৩১) কে ৪০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন জানান, মাদকের সাথে যুক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবেনা।
গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে অদ্য নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।