চয়ন ঘোষঃ চাঁদপুরের মতলব দক্ষিণে পৌর বাজারের সেন্ট্রাল হাসপাতাল প্রাঃ লিমিটের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংকের আওতায় এজেন্ট ব্যাংকে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারী শনিবার বিকাল ৩টায় ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আবির হাসানের সঞ্চালনায় ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার মোঃ রোকনুজ্জামান।
এসময় তিনি বলেন, ডাচ-বাংলা ব্যাংক অনেক পুরনো ঐতিহ্যবাহী হওয়ায় প্রায় সারা দেশেই এর শাখা রয়েছে। একই সাথে এই ব্যাংক দীর্ঘ সময় ধরে বিশ্বস্ততার সাথে ব্যাংকিং সেবা দিয়ে যাওয়ার কারণে, বর্তমানে মানুষের মধ্যে বিশ্বাসের জায়গাতেও পৌঁছে গিয়েছে। আপনারা সবাই ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে আসবেন, আমরা আপনাদের সঠিক সেবা প্রদানে বদ্ধপরিকর।
গ্রাহক সমাবেশ থেকে জানা যায় যে, ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকে অন্যতম সেবাসমূহ হলো- সঞ্চয়ী হিসাব খোলা, চলতি হিসাব খোলা, নগদ টাকা জমাদান/ উত্তোলন, ডিপোজিট প্লাস স্কীম, ফিক্সড ডিপোজিট, বিদেশ হতে প্রেরিত অর্থ গ্রহণ, বেতন/ভাতা প্রদান, ইউটিলিটি বিল প্রদান, লোন সুবিধা, একাউন্ট ব্যালেন্স জানা ও অন্য একাউন্টে অতি সহজে টাকা স্থানান্তর ইত্যাদি। এসব সেবা সমূহ নিয়ে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এছাড়াও এই ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকদের পরিবারে মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশীপ সহ বিভিন্ন রোগ ব্যাধীতে সহযোগিতা প্রদান করা হয়ে থাকে।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জুনিয়র চ্যানেল অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী চ্যানেল অফিসার মোঃ আসাদুল ইসলাম, মাস্টার এজেন্ট ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং (মেসার্স গাজী এন্টারপ্রাইজ) প্রধান স্বত্তাধিকারী মোঃ মোঃ জিয়াউল হক বিপ্লব।
গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, বাজারের বিভিন্ন শ্রেনির পেশাজীবী, ব্যবসায়ীবৃন্দ ও সুধী সমাজের ব্যক্তিবর্গ সহ ব্যাংকের কম্পিউটার অপারেটর ইশরাত জাহান তুলি, ফিল্ড অফিসার আজাদ।
উল্লেখ্য যে, সম্মানিত গ্রাহক, ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর অধীনে সকল ডি.পি.এস, এফ.ডি.আর, সঞ্চয়ী হিসাব এবং চলতি হিসাবধারীদের তথ্য হালনাগাদ চলছে।