চয়ন ঘোষঃ চাঁদপুরের মতলব দক্ষিণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড পরিষদের আয়োজনে ভার্চুয়ালী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২৩ আগস্ট বুধবার সকাল সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী অংশ নেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক।
এক সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সকল মুক্তিযোদ্ধার জন্য উপহারস্বরূপ। এখানে মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন প্রয়োজনে সমবেত হবেন। বিভিন্ন জাতীয় দিবসে সবাই একযোগে যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করবেন। প্রথম তলা ও দ্বিতীয় তলায় ৬ টি করে মোট ১২ টি দোকান রয়েছে। এগুলোর তদারকি ও রক্ষণাবেক্ষণ মুক্তিযোদ্ধাদের হাতেই ন্যস্ত। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ভাড়ায় ব্যবহারের উদ্দেশ্যে তৃতীয় তলায় হল রোমের ব্যবস্থা রয়েছে। বিভিন্ন অফিস সরঞ্জাম নিয়ে মুক্তিযোদ্ধা কর্ণার বা জাদুঘর করার প্রয়াস চলমান রয়েছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নূরুল আমিন রুহুল,মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন প্রধান, জেলা নির্বাহী প্রকৌশলী আহসান কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ প্রমূখ।