চয়ন ঘোষঃ
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় মতলব দক্ষিণ থানা পুলিশের উদ্যোগে আজ ৩১ অক্টোবর বেলা ১১টায় থানা গোলঘরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য বিষয় হলো
“মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র”
উক্ত সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ আহসান হাবীব।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মতলব পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক গণেশ ভৌমিক, মতলব দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মফিজুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন, মতলব পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর আবুল বাশার পারভেজ, পৌর কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি আবুল কালাম মিয়াজী, উপজেলা কমিউনিটি পুলিশিং এর প্রচার সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি কাউন্সিলর আলহাজ্ব ওয়াহিদুজ্জামান মৃধা, পৌর কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা দেওয়ান মোঃ পারভেজ, মোঃ জাবেদ সিদ্দিকী, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারন সম্পাদক ফয়সাল সরকার, অর্থ সম্পাদক মোঃ কামাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ, সদস্যবৃন্দ।
সভায় কমিউনিটি পুলিশিং এর সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।