মোজাম্মেল প্রধান হাসিব: নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উদযাপন করেছে মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয় ও কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসা।
শুক্রবার (১৭ মার্চ) সকালে কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, খতমে কোরআন, দোয়া মুনাজাত, কেক কাটা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আঃ রহিম, সহকারি শিক্ষক আশুতোষ সাহা, খোকন চন্দ্র, খোরশেদ আলম, সৈয়দ আহম্মদ প্রমুখ।
এ দিকে কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, খতমে কোরআন, দোয়া মুনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মাদ্রাসার সুপার মাও. আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি সুপার মাও. জসিম উদ্দিন, শিক্ষক আবুল কালাম আজাদ, ইব্রাহিম খলিল, ইবতেদায়ী প্রধান শামছুল হক মিয়া, মাও. নেয়ামত উল্লাহ প্রমুখ। পরে স্ব স্ব প্রতিষ্ঠানে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উদযাপন করা হয়।