... বিস্তারিত
মতলব দক্ষিণে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের উদ্ভোধন
চয়ন ঘোষঃ চাঁদপুর জেলার মতলব দক্ষিণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে (২০২০-২০২১) অর্থ বছরে চলতি রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বোরো ধানের হাইব্রীড জাতের বীজ বিনামূল্যে বিতরন কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়।
আজ ১৫ ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল ১১টায় হাইব্রীড জাতের বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফাহমিদা হক।
প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম।
জানা যায় যে, প্রত্যেক নিবন্ধিত কৃষকের মাঝে ১ কেজি পরিমানের ২টি করে হাইব্রীড জাতের বোরো ধানের প্যাকেট বিনামূল্যে বিতরণ করা হয়।
উপজেলায় সর্বমোট ২ হাজার ২শত জন কৃষকের মাঝে এই হাইব্রীড জাতের বীজ ক্রমান্বয়ে বিতরণ করা হবে।
উক্ত কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রোটা. কিশোর কুমার ঘোষ, আওয়ামীলীগ নেতা ফারুক বিন জামান, পারভেজ চৌধুরী হানিফ, পৌর যুবলীগের সভাপতি মোঃ সোহাগ সরকার প্রমুখ।