চয়ন ঘোষঃ চাঁদপুরের মতলব দক্ষিণে পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের ঘোষপাড়া এলাকায় স্বর্গীয় সম্ভুনাথ ঘোষের বাড়িতে বাড়ির পূজারীবৃন্দের আয়োজনে জগৎ জননী শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজা পালন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জানা যায়, ২৭ মার্চ সোমবার শ্রী শ্রী বাসন্তী দেবী মায়ের আমন্ত্রণ অধিবাস ও ষষ্ঠী পূজা, ২৮ মার্চ মঙ্গলবার দেবী মায়ের সপ্তমী পূজা, ২৯ মার্চ রোজ বুধবার দেবী মায়ের অষ্টমী পূজা, ৩০ মার্চ বৃহস্পতিবার দেবী মায়ের নবমী পূজা ও ৩১ মার্চ শুক্রবার দেবী মায়ের বিজয়া দশমী পূজার নির্ঘন্ট নির্ধারিত হয়েছে।
বাড়ির পূজারীবৃন্দরা বলেন, কালের নিয়মে মাতৃবন্দনা ও আরাধনা শ্রী শ্রী বাসন্তী দেবীর পূজোর প্রধান কার্যক্রম। দেশব্যাপী বহুকাল পূর্বে ধুমধাম করে উদযাপিত হতো দেবী বাসন্তী মায়ের পূজো। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় বাড়ির প্রাঙ্গণে এবছরও আমরা বাসন্তী মায়ের চরণে পুষ্পার্ঘ অর্পন করার আয়োজনে ব্রত হয়েছি।
আমরা আশা করছি পূজোর আনন্দে পুরো এলাকা জুরে উৎসব মুখোর পরিবেশ বিরাজ করবে। “দর্শনে তৃপ্তি, ভক্তিতে মুক্তি”। তাই বাড়ীর প্রাঙ্গণে মাকে দর্শন ও ভক্তিভরে স্মরণ করার প্রয়াসে পূর্বের ন্যায় এবছরও দূরআগত বহু ভক্তবৃন্দের সমাবেশ ঘটবে। দৈনন্দিন পূজোর পরিক্রমা শেষে ভক্তবৃন্দের মাঝে চলবে মায়ের প্রসাদ বিতরণ। পূজোবাড়ীর প্রধান সড়ক ও প্রতিমা মন্ডপে রং বেরঙের আলোকসজ্জার ব্যবস্থা করা হচ্ছে।
হিলশা নিউজ এর মতলব দক্ষিণ প্রতিনিধি চয়ন ঘোষ বলেন, আমরা ধর্মীয় বিধি নিষেধ পালন করে আমাদের পূজোর কার্যক্রম চলমান রাখব। বিশেষ করে ইফতার ও তারাবি নামাজ চলাকালীন সময়ে আমাদের পূজার বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম বন্ধ থাকবে। এসবের মধ্য দিয়েই মায়ের প্রতি শুদ্ধ আরাধনা করে মনের তৃপ্তি মিটিয়ে এবছর পূজোর আনন্দ উপভোগ করবো। এই পূজা পরিক্রমায় আপনারা সবাই আমন্ত্রিত।