চয়ন ঘোষঃ চাঁদপুরের মতলব দক্ষিণে ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে স্নান যাত্রা ও রথযাত্রা উৎসব উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
পঞ্জিকাগ্রন্থ মতে, ২০শে জুন মঙ্গলবার শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রথম রথযাত্রা উৎসব ও ২৮শে জুন বুধবার ২য় রথযাত্রা বা উল্টোরথে দিন ধার্য করা হয়েছে।
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার গাড়ি, মন্ডপ প্রাঙ্গণ সু-সজ্জিত করা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হয়েছে। আগামীকাল প্রথম রথ টান দেওয়ার সময় বিকাল সাড়ে ৫টা।
উল্লেখ্য যে, ৪ঠা জুন রবিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান পর্বের পূর্ণ সমাপ্তি ঘটেছে।
জগন্নাথদেব মন্দিরের সাধারণ সম্পাদক চন্দন সাহা বলেন, জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান আমাদের ধর্মীয় অনুষ্ঠান গুলোর মধ্যে একটি অন্যতম অনুষ্ঠান। এদিন মন্দির প্রাঙ্গণে দূরাগত বহু ভক্তবৃন্দের সমাগম ঘটে। সবাই শ্রী শ্রী জগন্নাথ দেবকে স্পর্শ করে প্রণাম করে এবং ভক্তিভরে পদতলে মাথা লুটায়। এমন পরিবেশ সত্যিই আমাদের মনে আনন্দ এবং প্রশান্তি দেয়।
তাই এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকল সনাতনীদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি।