চয়ন ঘোষঃ চাঁদপুরের মতলব দক্ষিণে পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের মতলব বাজার সংলগ্ন সততা বেকারির দক্ষিণে, নিহা স্টোরের বিপরীত পাশে সাশ্রয়ী খরচে ‘বিডিএস’ অন্তর্ভুক্ত অভিজ্ঞ ডেন্টিস্ট সার্জন দ্বারা আধুনিক যন্ত্রপাতি মাধ্যমে অত্যন্ত আন্তরিকতা ও যত্নের সাথে দাঁতের সুরক্ষা ও নির্ভুল চিকিৎসা সেবা প্রদানের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান- মতলব ডেন্টাল ক্লিনিক।
জানা যায় যে, মতলব ডেন্টাল ক্লিনিক পূর্বে নিহা স্টোরের দ্বিতীয় তলায় সাফল্যের সহিত দীর্ঘ ৪ বছর চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে মতলব ডেন্টাল ক্লিনিকের কার্যক্রম প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সচল থাকে। দন্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষে প্রতিষ্ঠান থেকে মুঠো ফোনের মাধ্যমে অগ্রিম সিরিয়াল গ্রহণ করা হয়। প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রিত ও জেনারেটর ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। তাই উন্নত ও নির্ভুল দন্ত চিকিৎসা প্রদানের লক্ষে বিডিএস অন্তর্ভূক্ত ডেন্টিস্ট সার্জন নিয়মিত করা হয়েছে।
মতলব ডেন্টাল ক্লিনিকের উল্লেখযোগ্য বৈশিষ্ট সমুহঃ
১.বিডিএস ডেন্টাল সার্জন দ্বারা আধুনিক ও নির্ভুল চিকিৎসা প্রদান করা হয়।
২.ইন্টা-ওরাল ক্যামেরার মাধ্যমে মুখ-গহ্বরের রোগ নির্ণয়।
৩.ডেন্টাল এক্স-রে সুবিধা।
৪.নিরাপদ ও জীবাণুমুক্ত যন্ত্রপাতি এবং ডিসপোজেবল চিকিৎসা সামগ্রী।
৫.কম খরচে উন্নত ও আধুনিক চিকিৎসা।
ডেন্টাল ক্লিনিকের চিকিৎসা সেবা সমুহঃ
১.মাড়ি দিয়ে রক্তপড়া,মুখে দুর্গন্ধ,দাঁতের গোড়ায় পাথরজমা, দাঁতের কালো দাগ দূর করার জন্য scaling,polishing।
২.রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্যাপ ও ব্রিজের মাধ্যমে দাঁত সংরক্ষণ।
৩.দাঁতের কালারের সাথে মিল রেখে কসমেটিক ফিলিং, লাইট কিওর ফিলিং।
৪.ব্যাথামুক্ত দাঁত তোলা।
৫.মাইনর সার্জারী আক্কেল দাঁতের উপর মাড়ির মাংস কাটা ইত্যাদি।
শরীরের অন্যান্য অঙ্গের মতো দাঁতেরও ক্ষয় হয়। আর দাঁত না থাকলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং শক্ত খাবার গ্রহণ একেবারে অসম্ভব হয়ে উঠে। তাই সুস্থ থাকতে দাঁতের যত্ন নেওয়া জরুরী। দাঁতের সাদা অংশ এনামেল ক্ষয় হয়ে ডেন্টিন নামের অংশটি যখন বের হয়ে যায়, তখনই দাঁতে ঠান্ডা কিছু লাগলে শিরশির করে। মাড়ি ক্ষয় হয়ে দাঁতের রুট বা গোড়া বের হয়ে যায়। দাঁত আঘাতপ্রাপ্ত হলে প্রাথমিক অবস্থায় বা সঠিক সময়ে সঠিক চিকিৎসা নির্ধারণ করার জন্য বিডিএস অন্তর্ভুক্ত অভিজ্ঞ ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত।
দাঁত ভালো রাখতে পুষ্টিকর খাবার খাওয়া এবং মুখের অভ্যন্তরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। হরমোনের ভারসাম্যহীনতা, খাদ্য তালিকায় মিনারেল, ভিটামিন এ, ভিটামিন ডি-এর অভাব ইত্যাদি কারণে দাঁত ক্ষয় হয়ে থাকে।
মতলব ডেন্টাল ক্লিনিকের দক্ষ ও মেধাবী ডেন্টাল সার্জন ডা:মোঃ মেহেদী ইকবাল প্রিন্স বলেন, মুখমন্ডলের সৌন্দর্য বৃদ্ধিতে দাঁতের গুরুত্ব অপরীসীম। দাঁত মানুষের একটি স্পর্শকাতর অঙ্গ। মুখের দুর্গন্ধ, দাঁতের ক্ষয় ও অতিরিক্ত ব্যথা প্রতিরোধে দাঁতের যত্ন নেওয়া অতীব জরুরী।
মতলব ডেন্টাল ক্লিনিক এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শাকিল আহম্মেদ বলেন, মতলব ডেন্টাল ক্লিনিকের মাধ্যমে সকলের মাঝে উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধ পরিকর। বিডিএস অন্তর্ভূক্ত ডেন্টিস্ট সার্জন, উন্নত মানের ডেন্টাল ইউনিট ও আধুনিক যন্ত্রপাতি দ্বারা যত্ন সহকারে আমরা রোগীর নির্ভুল চিকিৎসা প্রদান করে থাকি। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন চিকিৎসার মান ভবিষ্যতে আরও তরান্বিত করতে পারি।