মতলব দক্ষিণ প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব দক্ষিণে নারায়ণপুর পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ রমজান (২০ এপ্রিল) নারায়ণপুর পৌর যুবলীগের কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণপুর পৌর যুবলীগের সভাপতি মো. কামরুজ্জামান কাকন মুন্সির সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক মো. জাহিদ খান বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জমির হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিয়াজী, যুবলীগ নেতা মো. রাসেল প্রধান। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মো. আল আমিন মাস্টার, নারায়ণপুর পৌর শ্রমিকলীগের সভাপতি মো. শাহজাহান প্রধানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মতলব কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষক মো. নেয়ামত উল্লাহ।
ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনাসহ বিশ্বের মুসলমান ও বাংলাদেশের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।