নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকালে উপজেলার নারায়ণপুর পাটোয়ারী বাড়ির সামনে ৩নং খাদেরগাঁও ইউনিয়নের তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণের পূর্বে আয়োজিত আলোচনা সভায় ফাউন্ডেশনের সভাপতি এ.এস.এম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের পোল্ট্রি সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ.এস.এম মাহাবুব।
ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. মামুন পাটোয়ারী ও সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন পাটোয়াারীর যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও আমেরিকা প্রবাসী মো. আবু নাছের পাটোয়ারী, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, সাবেক চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন, বাংলাদেশ সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি মো. জাকির হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, ইউপি সদস্য আব্দুল মতিন, মোস্তফা খন্দকার, শহীদ মিয়াজী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিলানী তালুকদার, সাবেক শিক্ষক মো. নরুল ইসলাম পাটোয়ারী, শফিউল্যাহ পাটোয়ারী, সমাজ সেবক মিজানুর রহমান পাটোয়ারী, আব্দুল মতিন পাটোয়ারী ভুলু, ইউসুফ পাটোয়ারী, ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. জামাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাটোয়াারী, সদস্য মাসুদ পাটোয়ারী, বাবু পাটোয়ারী, সেলিম পাটোয়ারী, সোলাইমান পাটোয়াারী, সুমন পটোয়ারী, রুবেল পাটোয়ারী, কাদির পাটোয়ারী, কবির পাটোয়ারী, ইব্রাহিম পাটোয়ারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।