মোজাম্মেল প্রধান হাসিব: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উদযাপন করেছে মতলব দক্ষিণ উপজেলার ১৫৫নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মুনাজাত, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক মাহমুদুল হাসানের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাহিদ খালেদ সামছু প্রধান, জাহিদ খান বাবুসহ বিদ্যালয়ের শিক্ষকরা। পরে অতিথি ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উদযাপন করেন।