চয়ন ঘোষঃ চাঁদপুর জেলার মতলব দক্ষিণে উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ এর সমন্বয়ে বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
আজ ৬ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০টায় পৌরসভাস্থ এলাকায় অভিযান পরিচালনা ও অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট সেটু কুমার বড়ুয়া।
জানা যায় যে, পৌরসভাস্থ এলাকায় এসব ডায়াগনিস্টিক সেন্টারগুলোতে ল্যাব টেকনিশিয়ান ও রেডিওলজিস্ট ব্যতিত সেবা প্রদান, অপরিচ্ছন্ন ল্যাব, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দিয়ে ল্যাব পরিচালনা করার অপরাধে সকল প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অভিযানে অর্থদন্ড আওতায় নাভানা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, নিউ ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, দি ইবনে সিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং মতলব সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পাশাপাশি অভিযানের অংশ হিসেবে মতলব পৌরসভায় অবস্থিত মুক্তি কমপ্লেক্স, সাকিব ডায়াগনস্টিক সেন্টার, মতলব ডিজিটাল ডায়াগনিষ্টিক সেন্টার, দি মদিনা প্যাথলজিক্যাল সেন্টার, পপুলার মেডিকেল ডায়াগনিষ্টিক সেন্টার, এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, শাহজালাল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এবং দি নোভা মেডিকেল সেন্টার সহ প্রত্যেক প্রতিষ্ঠানের প্যাথলজিক্যাল ল্যাব পরিদর্শন করা হয়।
এসময় অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ খোরশেদ আলম
এসময় মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যগণ সহযোগিতা প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট সেটু কুমার বড়ুয়া বলেন, জনস্বাস্থ্য রক্ষায় উপজেলা প্রশাসন কর্তৃক এমন অভিযান অব্যাহত থাকবে।