চয়ন ঘোষঃ চাঁদপুর জেলার মতলব দক্ষিণে মতলব পৌরসভার আয়োজনে উপজেলা মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. শামসুল আলম মোহনের পক্ষ থেকে ৩ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
আজ ৬ মে রোজ শনিবার বিকেল ৪টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে মতলব পৌরসভস্থ ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আনিসুর রহমান আনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন,
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন, পৌরসভাস্থ ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মামুন চৌধুর বুলবুল, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু সাহা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন বলেন, সকলের প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, ঐক্য গড়ে তুলতে হবে। নৌকা সমর্থনের শক্তি ব্যতীত সকল শক্তিই আমাদের দেশে অপশক্তি। আপনারা কেউ পথভ্রষ্ট হবেন না, বর্তমান সরকারের উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আপনাদের নিয়েই মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী ও আমার পক্ষ থেকে সবার জন্য এই ঈদ উপহার। আমি সকলের নিকট দোয়া ও সমর্থন প্রার্থী।