চয়ন ঘোষঃ চাঁদপুরের মতলব দক্ষিণে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারি ও গৃহগণনা- ২০২১ প্রকল্পের ওয়ালটন ট্যাবসমূহ, বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেনির মেধাবী শিক্ষার্থী’দের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী’র উপহারস্বরূপ ১৫০ জন শিক্ষার্থীকে বিতরণ করা হয়েছে।
আজ ৩ এপ্রিল সোমবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে শিক্ষার্থীদের ট্যাব বিতরণ কার্যে, সভাপতিত্ব করেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।
জানা যায় যে, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখান কার্যালয়ের আয়োজনে জনশুমারী ও গৃহগণনা-২০২১ প্রকল্প হতে উপজেলার ২৫ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী’দের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে ১৫০টি ওয়ালটন ট্যাব বিতরণ করা হয়। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনজন শিক্ষার্থী হাজিরা শীটে স্ব স্ব স্বাক্ষর করে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ এই শিক্ষা উপকরণ ওয়ালটন ট্যাব গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ সিকান্দার আবু জাফর, দগরপুর আবদুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহাজাহান, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীল, লাকশিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দীন, বহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান সহ অনেকে।
অনুষ্ঠানে নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধার স্বীকৃতি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ শিক্ষা উপকরণ এ ট্যাব দেয়া হলো। এই ইলেকট্রনিক ডিভাইসকে যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেকে একজন স্মার্ট শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে হবে। লেখাপড়ার ক্ষতি সাধন হয় এমন কাজ এই ডিভাইস দিয়ে না করার জন্য তিনি শিক্ষার্থী’দের প্রতি আহ্বান জানান।