চয়ন ঘোষঃ চাঁদপুরের মতলব দক্ষিণে বাজার বণিক ও জনকল্যাণ সমিতি কতৃক আয়োজিত ফুটবল টূর্ণামেন্ট-২০২৩ এ মতলব বাজার কাপড় ব্যবসায়ী সমিতি বনাম মতলব মাছ ও কাঁচা বাজার ব্যবসায়ী’দের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগস্ট রোজ শুক্রবার বিকেল ৩টায় মতলব নিউ হোস্টেল ময়দানে বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল সরকারের সঞ্চালনায়, বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব কাজী নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য এম. ইসফাক আহসান (সিআইপি)।
এসময় তিনি বলেন, খেলাধুলা মনকে প্রফুল্ল করে, যা তারুণ্য প্রকাশের বাহক। আমাদের যুবসমাজ যত বেশি খেলাধুলার প্রতি আগ্রহী হবে তত বেশি নিজেকে জানান দেওয়ার সুযোগ পাবে। খেলোয়ার’রা যেন মাঠগামী ও খেলাধুলায় আগ্রহী হয় এমন পরিবেশ তৈরি করতে হবে। তাহলেই আমাদের দেশে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
পরিশেষে তিনি মতলব দক্ষিণ ক্রীড়াঙ্গণে সার্বিক সহযোগিতার আশ্বাস জানিয়ে উক্ত টূর্ণামেন্ট আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
জানা যায় যযে, চরম প্রতিদ্বন্দী দুই শক্তিশালী দলের ক্রীড়া নৈপুণ্যতায় ১-০ গোলের ব্যবধানে প্রায় ৫ হাজার দর্শক’দের মাতিয়ে, বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ব্যান্ডপার্টি ও সানাইয়ের সুরে আনন্দ মিছিল করে মতলব মাছ ও কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি। উভয় দলেই ছিল বিদেশী খেলোয়ার, দুজন করে মোট ৪ জন তাঁদের ক্রীড়া নৈপুন্যতা দেখান। খেলার দ্বিতীয় পর্বে ১৮ মিনিটের মাথায় সু-কৌশলে গোল করেন মোঃ রিয়াদ। এই রিয়াদ টূর্ণামেন্টের সেরা খেলোয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন।
খেলা শুরুর প্রারম্ভে আকাশ পানে বল কিক করে ফাইনাল ম্যাচের শুভ উদ্ভোধন করেন, মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সালেহ আহমেদ। অত্র টূর্ণামেন্টের সার্বিক তত্তাবধানে ছিলেন, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক মোঃ আলমাছ প্রধান।
খেলা পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সহ-সভাপতি বাবু চন্দন সাহা, মোঃ মজিবুর রহমান সরকার, আব্দুল হান্নান অপু, মতলব পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সারোয়ার সরকার লিখন, মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম আলেক, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ. কে.এম আজাদ।