চয়ন ঘোষঃ চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ২৮ মে রবিবার সকাল ১০ টায়, এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, পরিবার পরিকল্পনা (স্বাস্থ্য) কর্মকর্তা শাহ্ মহিবুল্লা সৌরভ, ওসি তদন্ত সালেহ আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল আলম খান প্রমুখ।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।