... বিস্তারিত
মতলব দক্ষিণে ভিক্ষুক পুনর্বাসনে ভিক্ষুকদের মাঝে বিকল্প কর্মসংস্থানে গরু ও নগদ অর্থ প্রদান
হিলশা নিউজঃ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে ভবিষ্যতে ভিক্ষা না করার শর্তে চূড়ান্ত ৯ জনের তালিকা হতে অবশিষ্ট ২ জন ভিক্ষুককে ২ টি গরু ও নগদ ৮ হাজার ৭শত ৬০ টাকা প্রদানের মাধ্যমে পুনর্বাসিত করা হয়। ১৩ই জানুয়ারী বুধবার বিকেল ৫ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভিক্ষুকদের মাঝে গরু ও নগদ টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
জানা যায় যে, ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ভিক্ষুকমুক্ত মতলব দক্ষিণ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল বাশার পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খাঁন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, স্যানেটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এমএ আজিজ বাবুল।