চয়ন ঘোষঃ মতলব দক্ষিণে পৌর বাজারস্থ এলাকায় ভ্রাম্যমান আদালতে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
১৭ মে বুধবার মতলব বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার ও চাঁদপুর জেলা ঔষধ প্রশাসন, সহকারি পরিচালক মোছাম্মৎ ফোয়ারা ইয়াসমিন ।
এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন, মতলব দক্ষিন থানার এসআই সুমন ও সঙ্গীয় ফোর্স।
জানা যায় যে, অভিযান পরিচালনাকালে পৌর বাজারস্থ এলাকায় ৩টি ঔষধ ফার্মেসী, ১টি মুদি দোকান ও ২টি চাউলের আড়তে অর্থদন্ড প্রদান করা হয়। পন্য ও পাটজাত আইনে রাশেদ আলম’কে (মুূদি) ৩ হাজার টাকা, টুকুমিয়া ফরাজী’কে (চাউল) ৫ হাজার টাকা ও বিজয় চক্রবর্তী’কে (চাউল) ৫ হাজার টাকা এবং ঔষধ প্রশাসন আইনে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় এবং প্রতিষ্ঠানের ক্যাশ মেমো না থাকায় অজয় সরকার’কে ২ হাজার টাকা, ইমরান হোসেন’কে ৫শত টাকা ও মুন্না পাটোয়ারী’কে ৫ হাজার টাকা সহ মোট ২০ হাজার ৫ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জেলা ঔষধ প্রশাসন ও সহকারী পরিচালক মোসাম্মৎ ফোয়ারা ইয়াসমিন বলেন, ঔষধ বিক্রির সময় অবশ্যই ক্যাশ মেমো ব্যবহার করতে হবে, প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করা যাবে না, সকল ব্যবসায়ী রেজিষ্টার খাতা ব্যবহার করতে হবে, যদি কোন দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকে তাহলে বালতি বা ঝুড়িতে রাখতে নির্দেশ প্রদান করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন ভবিষ্যতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।