চয়ন ঘোষঃ চাঁদপুরের মতলব দক্ষিণে পৌরসভাস্থ ৬নং ওয়ার্ডের নবকলস গ্রামে “মশিউর প্রাইভেট হোমে’র আয়োজনে ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ এপ্রিল রোজ শুক্রবার সকাল ১০ টায় মশিউর প্রাইভেট হোমে’র পরিচালক মোঃ মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোর্শেদ আলম সিরাজী।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচি-কাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুস সোবান মিয়া, কচি-কাঁচা প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহম্মেদ বাদল, পৌরসভাস্থ ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম মোহন, নবকলস বাইতুল আমান জামে মসজিদের সভাপতি মোঃ রুহুল আমিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মতলব দক্ষিণ শাখার সভাপতি মোঃ জাবেদ হাসান সিদ্দিকি, এমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানী মেটলাইফ এর (সম্ভুনাথ এজেন্সি, মতলব দক্ষিণ শাখা) ইউনিট ম্যানেজার রাধেশ্যাম সরকার।
মশিউর প্রাইভেট হোমে’র প্রধান স্বত্তাধিকারী মোঃ মশিউর রহমান বলেন, আমার প্রাইভেট হোমে এ বছরের এস.এস.সি ব্যাচ ১৩তম ব্যাচ। প্রতিবারের ন্যায় এবছরও আমি আমার প্রিয় ছাত্র-ছাত্রীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। পরীক্ষার পুর্বারম্ভে ছাত্র-ছাত্রীদের প্রতি আমার একটাই নির্দেশনা ও অনুরোধ সবাই পরীক্ষা কেন্দ্রে সঠিকভাবে আচরণ বিধি মেনে চলবে। প্রত্যেক পরিক্ষার পূর্বে সবাইকে ভালোভাবে চুড়ান্ত প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র ভালোভাবে বুঝে খাতায় উত্তর লিপিবদ্ধ করতে হবে। প্রত্যেকে ভালো ফলাফল করে নিজের সাফল্যের পথ সুগম করে তোলতে হবে। পরিশেষে সকলের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা রইল।