... বিস্তারিত
মতলব দক্ষিণে মৎস্য সম্পদ রক্ষায় কম্বিং অপারেশন ও জাঁগের কাঠামো লন্ডভন্ড
চয়ন ঘোষঃ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন বাস্তবায়নে নদীর স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষে জাঁগ উচ্ছেদ প্রসঙ্গে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
গত ১৯ জানুয়ারী ধনাগোদা নদীতে জাগ উচ্ছেদ ও বিশেষ কম্বিং অপারেশনে নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা হক।
জানা যায় যে, এ সময় মতলব সেতু সংলগ্ন নদীতে ৮টি জাঁগের অবৈধ স্থাপনা বালু ভর্তি ভলগেট দ্বারা লন্ডভন্ড করে দেওয়া হয়। অতঃপর নদীর স্বাভাবিক অবস্থা তরান্বিত করার লক্ষে বাঁশ অপসারণ করা হয়। অভিযানে প্রায় ৫শত পিছ বাঁশ জব্দ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ ফারহানা আকতার রুমা, মতলব দক্ষিন থানার এস আই মোঃ রুহুল আমিন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, নদীতে কোন অবস্থাতেই জাঁগের অবৈধ স্থাপনা সৃষ্টি করা যাবে না। মুক্ত জলাশয়ে মাছের অবাধ বিচরণ ও নদীর স্বাভাবিক ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসনের এই অভিজান অব্যাহত থাকবে।