চয়ন ঘোষঃ
চাঁদপুরের মতলব দক্ষিণে পৌরসভাস্থ ৫নং ওয়ার্ডের উত্তর উদ্দমদী গ্রামে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর (এইচইডি’র) বাস্তবায়নে রোমান সরকার কমিউনিটি ক্লিনিকের উদ্ভোধন হয়েছে।
১৪ নভেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়াল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশব্যাপী মোট ৭৯টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেছেন।
মেডিকেল অফিসার রতন চন্দ্র দাসের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ্ মোহাম্মদ মহিবুল্লাহ সৌরভের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, কাউন্সিলর মোঃ ওয়াজউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা সরকার মোঃ নাছির উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।