আল-আমিন ভূঁইয়াঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের চৌধুরী মার্কেটে “সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদ” নামে সংগঠনের কার্যালয় উদ্বোধন হয়েছে।
২৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে অনুষ্ঠানিকভাবে এই কার্যালয় উদ্বোধন হয়।
অনুষ্ঠানে মতলব সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের চেয়ারপার্সন গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে এবং সাংবাদিক অধিকার কল্যাণ পরিষদের মহাসচিব মাহফুজ মল্লিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভয়েজ ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমন।
তিনি বলেন, সাংবাদিকদের অধিকার ও কল্যাণের স্বার্থে উক্ত সংগঠনটি ব্যাপক ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে। কেননা সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে গিয়ে অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়তে হয়। তবে সাংবাদিকদের যেনো মানুষ ভয় না পেয়ে বন্ধু ভাবে সেদিক খেয়াল রাখতে হবে। সাংবাদিকদের সামনে সাহসের সাথে যেন মানুষ আসে তা নিশ্চিত করার অনুরোধ করছি।
এতে আরও বক্তব্য দেন, সংগঠনের সদস্য ইকবাল হোসেন, শ্যামল চন্দ্র দাস, ডিএম আলাউদ্দিন, সায়েদুল আরেফিন শ্যামল, গোলাম হায়দার মোল্লা, জাহাঙ্গীর আলম প্রধান ও মিজানুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলওয়াত করেন সংগঠন এর যুগ্ম মহাসচীব রেদওয়ান আহমেদ জাকির এবং পরে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করা হয়।