চয়ন ঘোষঃ চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে বিশ্ব মহামারী করোনাকালীন সময়ে মানবিক কাজে বিশেষ ভূমিকা পালন করায় উপজেলা প্রশাসন কতৃক ৬৫জন স্বেচ্ছাসেবীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
৫ সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সিএ রিয়াজ সরকারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (ফেনী) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কমুার বড়ুয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা খাতুন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, প্রাণঘাতী করোনাকালে দেশের ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিল অতুলনীয়। মতলব দক্ষিণ উপজেলা রক্ষার্থে সকল স্বেচ্ছাসেবীগণ তাদের মেধা, শ্রম ও বিবেক কাজে লাগিয়ে দিন রাত জাগ্রত ছিলেন এবং আমাদের উপজেলা প্রশাসনের সাথে সম্পৃক্ত থেকে সর্বদিকে অক্লান্ত পরিশ্রম করেছেন। স্বেচ্ছাসেবী ভাইদের প্রতি একটাই অনুরোধ সবাই ভালো মানুষ হবেন, মানুষ হয়ে মানুষের প্রতি প্রকৃত ভালোবাসা প্রকাশ করবেন, তাহলেই আমাদের সমাজে সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন আপনাদের প্রতি চির কৃতজ্ঞ।