চয়ন ঘোষঃ চাঁদপুর জেলার মতলব দক্ষিণে নারায়ণপুর বাজারে শিশু খাদ্যে ভেজাল মিশ্রনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় ভেজাল বিরোধী অভিযানে বিসমিল্লাহ ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গত ২ নভেম্বর রোজ মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনা ও অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট সেটু কুমার বড়ুয়া।
অভিযান সূত্রে জানা যায় যে, এসময় বাজারের বিসমিল্লাহ ট্রেডার্স প্রতিষ্ঠান হতে বিভিন্ন ক্ষতিকারক ক্যামিকেল, মেয়াদ বিহীন বিভিন্ন প্রকারের ফুড কালার ও অন্যান্য প্রতিষ্ঠানের লেবেল জব্দ করা হয়, যা নিন্মমানের আইসক্রীম ও পানীয় তৈরির কাজে মূল উপাদান হিসেবে ব্যবহার করা হতো। স্কুল সংলগ্ন বাজারের বিভিন্ন দোকানে এই নিন্মমানের আইসক্রীম ও পানীয় বিক্রি করা হয়ে থাকে, যা শিশু খাদ্য হিসেবে অনেক পরিচিত। এরূপ খাদ্য গ্রহণে শিশুদের অতিরিক্ত পেট ব্যাথা ও মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে। তাই উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থদন্ড প্রদান করা হয়।
অতঃপর জব্দকৃত অবৈধ মালামাল বিনষ্ট করা হয়।
পাশাপাশি নারায়ণপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের অপরাধে ড্রেজারের মালিককে খুঁজে না পাওয়ায় সংযোগ পাইপ বিনষ্ট করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায়
সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এসময় অভিযানে সহযোগিতা প্রদান করেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যগণ।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট সেটু কুমার বড়ুয়া বলেন, অভিজানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় অর্থদন্ড প্রদান করা হয়েছে। কৃষিজ উন্নয়নে বাঁধা সৃষ্টি করে এরূপ কাজ থেকে সকলে বিরত থাকুন। উপজেলার ফসলি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোটের অভিযান অব্যাহত থাকবে।