চয়ন ঘোষঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলাস্থ উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রাম থেকে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।
২১ ডিসেম্বর মঙ্গলবার সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাতের নির্দেশক্রমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া সহ সঙ্গীয় ফোর্স এসআই হাবিবুর রহমান ও মোঃ ছগির হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে ডিঙ্গাভাঙ্গা গ্রামের ঈদগাহ বাজারে মানিকের দোকানের সামনে অভিযান চালিয়ে মোঃ আবু সাঈদ সাগর (২৭)-এর কাছ থেকে ৮ কেজি ও মোঃ খোরশেদ আলম খান (৩৫) কাছ থেকে ৬ কেজিসহ মোট ১৪ কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া জানান, মাদক ব্যবসায়ী খোরশেদের বিরুদ্ধে অত্র থানায় পূর্বে ৭টি ও সাগরের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। আটক ২ জনের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা হয়েছে। পরে আটককৃত দু’জনকে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়।