চয়ন ঘোষঃ
চাঁদপুরের মতলব দক্ষিণে সমাজসেবা অধিদপ্ততরের আয়োজনে উপজেলা চত্বরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় স্থানীয় দুইজন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উপকরণ বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।
১১ অক্টোবর বুধবার সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিনের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।
জানা যায় যে, ভিক্ষুকদ্বয় হলেন উপাদি উত্তর ইউনিয়নের দেলোয়ার হোসেন এবং নারায়নপুর ইউনিয়নের মোঃ আলোক। বিকল্প কর্মসংস্থানের উদ্দেশ্যে তাদের ২জনকে এককালীন অনুদান প্রদান করা হয়।
উল্লেখিত সহায়তায় তাঁদের দোকান ভাড়া, দোকানের আসবাবপত্র ক্রয় সহ নগদ অর্থ বিতরন করা হয়। তাঁদের বিভিন্ন উপকরণ বাবদ ১টি চা তৈরির ফ্ল্যাক্স, দুই সেট চায়ের কাপ, ১টি চায়ের ক্যাটলি, ২পিছ ছাঁকনি, ১টি জগ, ১টি বালতি, ২টি পানির গ্লাস ও গ্যাস ভর্তি ১ বোতল সিলিন্ডার প্রদান করা হয়।
নগদ অর্থ ও দোকানের সরঞ্জাম মিলিয়ে প্রত্যেক ভিক্ষুকের মাঝে ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। পাশাপাশি তাদেরকে আলেক চায়ের দোকান ও দেলোয়ার চায়ের দোকান নামে দুইটি সাইনবোর্ড প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ।