সফিকুল ইসলাম রিংকু: চাঁদপুরের মতলব দক্ষিণে ৬টি কলেজ, ৩০টি মাধ্যমিক বিদ্যালয়, এবং ১৭টি মাদ্রাসা রয়েছে। এরমধ্যে ৫টি কলেজে, ১৮টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি মাদ্রাসায় শহীদ মিনার রয়েছে। এর বাহিরে বাকি ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনটিতেই শহীদ মিনার না থাকায় কোমলমতি শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে।
১৮ই ফেব্রুয়ারী শুক্রবার লতিফ,সজল,অর্নবসহ বেশ কয়েকজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জানায়, আমরা বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমাদের স্কুল আঙ্গিনাতেই শ্রদ্ধা জ্ঞাপন করতে চেয়েছিলাম। কিন্তু স্কুল প্রাঙ্গনে শহীদ মিণার না থাকায় আমরা সেটি করতে পারছি না। দ্রুত আমাদের স্কুলসহ সকল স্কুল প্রাঙ্গণে ১টি করে শহীদ মিণার করে দেওয়ার দাবী জানাচ্ছি।
এ বিষয়ে নারায়নপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরীন আক্তার বলেন, বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় প্রতি বছর অনেক শিক্ষার্থী নিজেরাই অস্থায়ী শহীদ মিণার তৈরি করে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জ্ঞাপন করে। এভাবে শ্রদ্ধা জানাতে দেখে আমাদের শিক্ষকদের মন কেঁদে উঠে। তাই শিক্ষার্থীদের দাবীটি যৌক্তিক মনে করছি।
শহীদ মিনার না থাকা আরেকটি প্রতিষ্ঠান মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অর্পা ইসলাম বলেন, ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে আমাদের মতলব ডিগ্রি কলেজে যেতে হয়। তাই দ্রুত আমাদের স্কুল প্রাঙ্গনে শহীদ মিনার করে দেয়ার দাবী জানাচ্ছি।