চয়ন ঘোষঃ নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্রগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব দক্ষিনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩দিন ব্যাপী উপজেলা কৃষি মেলার-২০২২ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ আগস্ট রোজ বুধবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ লতিফ প্রধানিয়ার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, মতলব পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন প্রধান।
অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, কৃষিবিদ ও অর্থনীতিবিদ ড. শামসুল আলম মোহন বলেন, কৃষিই জীবন, আমাদের দেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল। সরকারি তালিকা অনুযায়ী মতলব দক্ষিণে ৪৫ হাজার কৃষক কৃষি কার্ডের আওতায় রয়েছেন। তন্মধ্যে ১১ হাজার কার্ডধারী কৃষকের মাঝে উন্নতমানের সার, বীজ ও বিভিন্ন সরকারি প্রণোদনা বিতরণ করা হয়েছে। এমতাবস্থায় প্রকল্পের শেষ অর্থবছর চলছে, তাই প্রকল্পের শর্তমতে সকল ইউপি চেয়ারম্যানগণ যথার্থ কৃষকদের মাঝে সরকারি উপযুক্ত সেবা বিতরণ করবেন। জনপ্রতিনিধিগণের প্রতি আমার উদাত্য আহবান, যারা প্রাপ্য তারা যেন বঞ্চিত না হন সে দিকে সু-দৃষ্টি রাখবেন। তবে, স্ব স্ব দপ্তরে সরকারি প্রণোদণা বিতরনের তালিকা ভুক্ত বিবরনী থাকতে হবে। কৃষির সমৃদ্ধি বৃদ্ধি ও জলাবদ্ধতা দূরীকরনের লক্ষে যা প্রয়োজন তা অতিসত্তর সম্পন্ন করা হবে।