মো: সিয়ামঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলাতে ৩৮টি স্কীমের অনুকূলে ঋণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ ঋণ বিতরণ করা হয়।
জানা যায়, সমাজসেবা কার্যালয় কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় আরএসএস খাতে মতলব পৌরসভা, উপাদি দক্ষিণ ও নারায়নপুর ইউনিয়নে ২০টি স্কীমের বিপরীতে ৭ লাখ ২৫ হাজার টাকা, ৫ম পর্ব খাতে উপাদি দক্ষিণ ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে ৩টি স্কীমের বিপরীতে ১ লাখ টাকা, ৬ষ্ঠ পর্ব খাতে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে ১টি স্কীমের বিপরীতে ৫০ হাজার টাকা এবং দগ্ধ ও প্রতিবন্ধি পুনর্বাসন খাতে মতলব পৌরসভা, উপাদী দক্ষিণ, খাদেরগাঁও ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে ১৪ জন প্রতিবন্ধি ব্যক্তিকে ১৪টি স্কীমের বিপরীতে ৩ লাখ ৯০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে মতলব দক্ষিণ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন,সর্বমোট ৩৮টি স্কীমের বিপরীতে ১২ লাখ ৬৫ হাজার টাকা পুনঃবিনিয়োগ করা হয়েছে।