চয়ন ঘোষঃ
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চত্বরে আজ (৭ নভেম্বর) রোজ শনিবার সকাল ১০টায় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়ের উপর নির্ভর করে ৪৯ তম জাতীয় সমবায় দিবস-২০২০ পালিত হয়েছে।
দিবসের প্রথমভাগে পতাকা মঞ্চে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
দ্বিতীয়ভাগে উপজেলা মিলনায়তনে সকলের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হয়।
অনুষ্ঠানে সার্বিক পরিচালনা ও নেতৃত্ব প্রদান করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।
রোটা: শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মবিন সুজন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল হাসনাত, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, মতলব কেন্দ্রীয় বহুমূখী সমবায় সমিতির চেয়ারম্যান শওকত হোসেন।
আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, বর্তমান সরকার আত্মকর্মসংস্থানের প্রতি বিশেষ ভাবে গুরুত্ব দিচ্ছেন। একজন উদ্যোক্তা নিজে সাবলম্বী হলে, আরো দশ জনের মুখে হাসি ফুটে ওঠে, তাই নতুন নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষে সমবায় অফিসকে আরো বেগবান ভূমিকা রাখতে হবে।
